ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আযহার ছয়টি জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১লা আগস্ট সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।


অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিলেও সামাজিক দূরত্ব মানতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে। এদিকে নিরাপত্তা জন্য বায়তুল মোকাররম এলাকায় সাদা পোশাকের পাশাপাশি পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ঈদুল আযহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও ৫ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় ৫০ মিনিটে । সকাল ৮ টা ৪৫ মিনিটে হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩৫ মিনিটে। পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। ষষ্ঠ ও সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তাই বঙ্গভবন দরবার হলে অনুষ্ঠেয় ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন