ইসি সচিব ও সময় টিভির বার্তা প্রধানসহ চারজনকে অধ্যাপক মিজানের উকিল নোটিশ

মঙ্গলবার দুপুরে পাঠানো নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ওই খবর প্রত্যাহার করে সংবাদ সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সারাবেলা প্রতিবেদন, ঢাকা

ডা. সাবরিনা আরিফের দ্বিতীয়বার ভোটার হবার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের ঘটনায় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও সময় টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহসহ চারজনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাঠানো নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ওই খবর প্রত্যাহার করে সংবাদ সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও সময় টিভির তুষার আব্দুল্লাহ ছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট মো. শাহাবুদ্দিন ও সময় টিভির প্রতিবেদক বেলায়েত হোসাইনের কাছে এ উকিল নোটিশ পাঠানো হয়েছে।

অধ্যাপক মিজানুর রহমানের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী মো. সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ শামীম আজিজ, মোহাম্মদ বাকির উদ্দিন ভূইয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা। দুদকের অনুসন্ধানে তার দুটি জাতীয় পরিচয়পত্র থাকার তথ্য বেরিয়ে এলে বিষয়টি নিয়ে মামলা করেছে নির্বাচন কমিশন।

ডা. সাবরিনা দ্বিতীয়বার ভোটার হবার আবেদন করেন ২০১৬ সালের ৭ জানুয়ারি। তার ওই আবেদনে তৎকালীন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন