ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা ভাই) এর ২৯ তম মৃত্যু বার্ষিকী আজ

উপজেলা প্রতিনিধি (শিবচর, মাদারীপুর):

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর ২৯ তম মৃত্যু বার্ষিকী। মঙ্গলবার (১৯ মে) সকালে শিবচরের দত্তপাড়ায় বাবার কবর জিয়ারত করলেন দুই ছেলে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
প্রতি বছর দিনটিতে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন হতো এবং উপজেলার মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হতো।করোনা ভাইরাসের কারনে এ বছর আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিল বন্ধ রাখা হয়েছে। এজন্য জনসমাগম এড়িয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা কবর জিয়ারত করেন। এর আগে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য,মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন ইলিয়াস আহমেদ চৌধুরী। এছাড়া তিনি গণফোরামের প্রাক্তন সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক ছিলেন। এক সময়ের জনপ্রিয় দৈনিক পত্রিকা বাংলার বাণী’র সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন ইলিয়াস আহমেদ। এছাড়া আরমবাগ ক্রীড়াচক্র ও খুলনা আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন তিনি। আর রাজনৈতিক দিক দিয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৩৪ সালের ১৫ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার জমিদার পরিবারে জন্ম হয় ইলিয়াস আহমেদ চৌধুরীর। তার বাবা নুরুদ্দিন আহমেদ চৌধুরী ও মা চৌধুরী ফাতেমা বেগম। তার মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন।
১৯৯১ সালের ১৯ মে পঞ্চম জাতীয় সংসদের সদস্য থাকাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান নেতা

সসা/ইমতিয়াজ/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন