|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||
সাভারের আশুলিয়ায় ৬৮টি চোরাই মোবাইলসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৪ এর সদস্যরা।
রোববার ২০শে সেপ্টেম্বর সকালে র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন – নাটোর জেলার লালপুর থানার চবশোক গ্রামের আমির উদ্দিন প্রামানিকের ছেলে মহসিন আলী (৫০),গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার হাকিমের ছেলে আবুল কালাম (৪৯),ভোলা জেলার বাকতা বাসস্ট্যান্ড এলাকার মোতাসিম বিল্লাহ’র ছেলে সোহেল রানা ও বরগুনা জেলার আমতলি থানার জয়েন উদ্দিনের ছেলে সুজন (২৬)।
র্যাব জানায়, শনিবার রাতে মোবাইল চোর চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে আটক করা হয় । এরপর তাদের কাছ থেকে ৩৩টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোনসহ মোট ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, চোর চক্রের সদস্যরা বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই করে বিক্রয়ের উদ্দেশ্যে আসছিল । তাদের চার জনকে আটক করা হয়েছে । আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা ।