আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নি বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ছয় ব্যক্তি আহত হয়েছে । তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নি বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ছয় ব্যক্তি আহত হয়েছে । তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক ।

বুধবার ২রা জুন সকাল ৫ টার দিকে আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হুমায়ন কবিরের মালিকানাধীন বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে  ।

দগ্ধরা হলেন, হাকিম  (৩২) ,তার স্ত্রী-আদুরী (২৬),আউয়াল(৩৫),তার স্ত্রী-রেনু(২৭) এবং তাদের মেয়ে আরফিয়া(১০) ও আফরোজা (৩০) ।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয় হুমায়ন কবিরের মালিকাধীন বাড়িতে । এসময় স্থানীয়া এগিয়ে আসলে দেখতে পায় আগুনে একই পরিবারের চার জনসহ ছয় ব্যক্তি দগ্ধ হয়েছে । পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় ।

 এবিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । বিস্ফোরণে ছয় ব্যক্তি দগ্ধ হয়েছে । তাদের মধ্যে  দুই জনকে আশঙ্কা জনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো  হয়েছে । সেই সাথে বাকি চার জন স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তবে বিস্ফোরণে কারণ জানতে চাইলে প্রাথমিকভাবে জানান তিনি,গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে ।

সংবাদ সারাদিন