সারাবেলা প্রতিবেদন, ঢাকা
খালেদা জিয়ার দণ্ডের কার্যকারিতা আরও ছয় মাসের জন্য স্থগিত রাখতে সম্মতিসূচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বৃহষ্পতিবার মন্ত্রণালয়ের একটি সুত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৫ মার্চ এক নির্বাহী আদেশে সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়।
দুর্নীতির দুই মামলায় তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন। ২৪ সেপ্টেম্বর ছয় মাস শেষ হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার ভাই শামীম এসকান্দার তার অসুস্থ বোনের কারামুক্তির পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়ে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ খবরে জানা গেছে, আইন মন্ত্রণালয় বিষয়টিতে ইতিবাচক মতামত দিয়েছে।