আইন পেশা থেকে ২ সপ্তাহের জন্য বরখাস্ত ইউনুছ আলী আকন্দ

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভার্চুয়াল আদালত নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ডেকেছেন আপিল বিভাগ। পাশাপাশি তাকে দুই সপ্তাহের জন্য আইনপেশা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১১ই অক্টোবর তাকে আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে।

রোববার ২৭শে সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বরখাস্তকালীন  দুই সপ্তাহ আইনজীবী ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না। এছাড়া, বিতর্কিত পোস্ট ফেসবুক থেকে রিমুভ করে তার অ্যাকাউন্ট ব্লক করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউনুছ আলী আকন্দের ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

পরে আদালত বিষয়টি আমলে নিয়ে এ আদেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন