|| সারাবেলা প্রতিবেদন ||
মহামারির করোনা সংকটের মধ্যে মানবিক বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ উত্তীর্ণদের লিখিত পরীক্ষা বাদ দিয়ে ভাইভা নেওয়ার মাধ্যমে মেধাযাচাই করে অ্যাডভোকেট হিসেবে সনদ চেয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সামনে অবস্থান নিয়েছেন আইনশিক্ষানবিশরা।
মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর বনানীস্থ আইনমন্ত্রীর বাসার সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
প্রায় ৩ শতাধিক আইনশিক্ষানবিশরা জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। কর্মসুচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে। এর মাঝে এমসিকিউ উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করে বার কাউন্সিল ব্যর্থ হয়েছে। দীর্ঘ তিন বছর পর এমসিকিউ পরীক্ষা হলেও লিখিত ও ভাইভা পরীক্ষা না নেওয়ায় আমরা বেকার দিনযাপন করছি।
তাই করোনা বিবেচনায় আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে লিখিত পরীক্ষা মওকুফ করতে হবে। একইসঙ্গে ভাইভার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষানবিশদের আইনজীবী সনদ প্রদান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।
এদিকে একই দাবিতে শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে ১৩৫ দিনের প্রতিকী অনশন পালন করে।কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা মশাল মিছিল করে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসব শিক্ষানবিশরা তাদের দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেন। এরপর তারা আইনমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন।
আইনে পড়া ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে ১২ হাজার ৮৭৮ জন এমসিকিউ পরীক্ষায় উতীর্ণ হয়েছে। তারা দেশব্যাপি সংকট মুহুর্তে আসন্ন লিখিত পরীক্ষা বাদ দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পূর্বক অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করতে আন্দোলন করছেন।