অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজনকে বরখাস্ত

অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ মেলায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের  অফিস সহায়ক মো. মহাসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

|| সারাবেলা প্রতিবেদন ||

অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ মেলায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের  অফিস সহায়ক মো. মহাসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের পাশাপাশি মহাসিনের বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা গ্রহণেরও কড়া নির্দেশনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ বিষয়ে একটি লিখিত আদেশ জারি করেন।

ওই কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্তের ফলে সবার কাছেই বার্তা যাবে। কেউ অনিয়ম করলে তাকে ছেড়ে দেওয়া হবেনা। কড়া পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসীনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানাযায়, মহাসীন আলী অফিস সহায়ক হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত অবস্থায় আইনজীবী মো. খুরশীদ আলমকে মোবাইলে করে জানান- তার (খুরশীদ আলম) মামলা ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্থগিত করনের জন্য প্রস্তুতি চলছে। মহাসীনকে ১০ হাজার টাকা দিলে সে নোট কমিউনিকেট করবেনা।

পরবর্তীতে উক্ত আইনজীবী মহাসীনের সঙ্গে মোবাইলের কথোপকথনের অডিও রেকর্ডসহ অ্যাটর্নি জেনারেল বরাবরে ওই কর্মচারীরর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। এরপর সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ করায় অ্যাটর্নি জেনারেল মহাসীনকে সাময়িক  বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন