|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও এসব সম্পদের তথ্য গোপন করেছেন সরকারি দলের তৃণমূলের এই নেতা। এসব অভিযোগের তথ্য সংগ্রহের পর তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহাকারী পরিচালক মো. সাইদুজ্জামান এই মামলা করেন।
![](https://i0.wp.com/www.sangbadsarabela.com/wp-content/uploads/2020/05/Beraid-Jahangir-1.jpg?w=1200&ssl=1)
মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি চার কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এবং ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়েছেন।
প্রণব কুমার জানান, জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদের তালিকায় রয়েছেন, বেরাইদে তিনটি বহুতল বাড়ি ও বাড্ডায় একটি ফ্ল্যাটসহ বেশকিছু জমির প্লট।
২০১৮ সালে দুদক যখন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে তখন তিনি বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর ওই ১৮ সালের অক্টোবরে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদের তথ্য-প্রমাণ পাওয়ায় সম্পদের হিসাব চেয়ে তাকে নোটিস দেয়া হয়।
বেরাইদ ইউনিয়নের স্থানীয় অধিবাসী জাহাঙ্গীর আলম চেয়ারম্যান থাকার সময় ‘সীমাহীন অনিয়ম-দুর্নীতির’ মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ছিল।