এবার অক্সিজেন ও প্লাজমার যোগান দিচ্ছেন কাউন্সিলর খোরশেদ

|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||

অদৃশ্য ঘাতক করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াকু এক যোদ্ধা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ । করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের দাফন কিংবা সৎকারে স্বজনরা যখন কাছে আসছিলেন না তখন দাফন ও সৎকার করেছে খোরশেদ ও তার টিম।  নিজের কর্মফলে দেশ বিদেশের সমানভাবে আলোচিত হয়েছেন তিনি। একইসাথে পেয়েছেন ”করোনা যোদ্ধা”, “মানবতার ফেরিওয়ালা” ও করোনা হিরোর মত উপাধি ।

খোরশেদ নিজেও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাশেষে বর্তমানে বাড়িতে আছেন। তারপরও থেমে নেই তার করোনাকালের মানবাসেবা। মৃত ব্যক্তির দাফন-কাফন ও সৎকার, অসহায়দের সহায়তা, মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে বাজার, বিনামূল্যে সবজি বিতরণসহ নানান কর্মকান্ডে নিয়োজিত খোরশেদ টিম।

তবে এবার নতুন করে আরও দুটি অতি প্রয়োজনীয় সেবা চালু করছে কাউন্সিলর খোরশেদ। এগুলো হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ও  প্লাজমা ব্যাংক।

শুক্রবার ১২ই জুন সকালে সংবাদ সারবেলাকে কাউন্সিলর খোরশেদ জানান , “ আমরা আপাতত ৫টি অক্সিজেন  সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করলাম। কয়েকদিনের মধ্যে আরও সিলিন্ডার যোগ করার প্রয়াস চলছে। যাদের সিলিন্ডার প্রয়োজন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আক্রান্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে দিচ্ছি।”

তিনি বলেন, “ সুস্থ হওয়া করোনায় আক্রান্তের মধ্যে যারা তাদের রক্তের প্লাজমা দিতে আগ্রহী, তাদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে অন্যদেরকে বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছি। এ ছাড়া প্রত্যেক পরিবারে ৪টি ডিম মাত্র ১২ টাকায় সরবরাহ করা হচ্ছে।”

আরও পড়ুনঃ করোনা যোদ্ধা কাউন্সিলর খোরশেদ নিজেই আক্রান্ত

খোরশেদ টিম এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ৭৬ জনের মরদেহ দাফন কাফন ও সৎকার করেছে। খোরশেদ নিজে করোনায় আক্রান্ত হলেও বর্তমানে অনেকটা সুস্থ বলে মনে করছেন। একইসাথে তিনি মনে করছেন, আজ করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসবে।

সসা/শিপন মীর/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন