রূপগঞ্জে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব উদ্বোধন

সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর অর্থায়নে দেশের প্রথম করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২৯ এপ্রিল ) দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ মালেক  এমপি ল্যাবটি উদ্বোধন করেন ।

উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার হটস্পট নারায়ণগঞ্জে প্রথম বেসরকারি পিসিআর ল্যাবটি প্রতিষ্ঠা করার জন্য গাজী গ্রুপকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশে একটি মাত্র কোভিট-১৯ পরিক্ষার ল্যাব নিয়ে আমরা করোনা ভাইরাসের সাথে লড়াই শুরু করেছিলাম। ল্যাবটি চালু করায় ভোগান্তি ছাড়াই নারায়ণগঞ্জে আক্রান্ত ব্যক্তিরা তাদের পরীক্ষা এখন থেকে এখানেই করতে পারবে।

গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাঈদ আল মামুন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাছুম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল শনিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাব স্থাপন কাজের উদ্বোধন করেন। এই পিসিআর ল্যাবে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা ব্যবস্থাপনায় এতে সহযোগীতা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

এর আগে ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুকূলে করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবরেটরি স্থাপনের অনুমোদন প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন