চট্টগ্রামের বরখাস্ত জেলার সোহেল রানার ছয়মাসের জামিন

২০১৮ সালের ২৬শে অক্টোবর দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে সোহেল রানা বিশ্বাসকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ফেনিসিডিলসহ আটক করে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত হওয়া জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার ২০শে সেপ্টেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল  করা হবে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর অর্থপাচার আইনের মামলায়  হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সোহেল রানা বিশ্বাস  ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৬শে অক্টোবর দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস  ট্রেন থেকে সোহেল রানা বিশ্বাসকে  নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ফেনিসিডিলসহ   আটক করে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। 

পরে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনে আলাদা দুটি মামলা করেন। এ ঘটনার পরে কারা কর্তৃপক্ষ সোহেল রানা বিশ্বাসকে বরখাস্ত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন