বেতন পেতে ব্যাংক হিসাব খুললেন চট্টগ্রামের সাড়ে ৩ লাখ পোশাক শ্রমিক

|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||

মোবাইল ফোনের মাধ্যমে বেতন পেতে ব্যাংক হিসাব খুলেছেন চট্টগ্রামের সাড়ে ৩ লাখ পোশাক শ্রমিক। মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার নির্দেশনা আসার পর চট্টগ্রামে সাড়ে ৩ লাখ শ্রমিককে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়েছে। এর মধ্যে বিজিএমইএ’র সদস্যভুক্ত প্রতিষ্ঠানের আড়াই লাখ এবং বিকেএমইএ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের ১ লাখ শ্রমিক এই মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বেতন পাবেন।

চট্টগ্রামের নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) ও পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি ( বিজিএমইএ) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। তবে বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আতিক বলেন, ‘অনেক শ্রমিক মা-বাবার বিকাশ বা রকেট ও নগদ একাউন্ট নম্বর জমা দিয়েছেন। এতে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে। আসলে নিজের একাউন্ট ছাড়া ওই টাকা জমা হবে না।’

এদিকে শ্রমিকদের বেতনভাতা পরিশোধে রাস্ট্রের দেওয়া প্রণোদনার অর্থের জন্য আবেদন করেছে চট্টগ্রামের বিজিএমইএ সদস্যভুক্ত ২৮০ কারখানার মধ্যে ২০৮টির মালিক। এতে আড়াই লাখ শ্রমিকের মোবাইল একাউন্ট জমা দেওয়া হয়েছে। এসব কারখানায় মোট শ্রমিক সংখ্যা ৪ লাখ। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান প্রণোদনার জন্য এখনো আবেদন করেনি।

চট্টগ্রামে বিকেএমইএর ১৩০টি প্রতিষ্ঠানে শ্রমিক রয়েছে ৩ লাখ। বর্তমানে ১শ’ কারখানা চালু রয়েছে। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠানের ১ লাখ শ্রমিকের মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর জমা দেওয়া হয়েছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন