ফেনীর প্রয়াত সিভিল সার্জনের নামে মিলনায়তন

ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী শাখার আয়োজনে করোনায় মারা যাওয়া ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নামে মিলনায়তন উদ্বোধন ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

।। সারাবেলা প্রতিনিধি, ফেনী।।

ফেনী শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাব এখন ডা. সাজ্জাদ মিলনায়তন নামে নামকরণ করা হয়েছে।

ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী শাখার আয়োজনে করোনায় মারা যাওয়া ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নামে মিলনায়তন উদ্বোধন ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

এতে  প্রধান অতিথি থেকে মিলনায়তনের উদ্বোধন করেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বর্তমান জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, জনস্বাস্থ্য পুষ্টির পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান।

বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাসের সার্বিক সমন্বয়ে বক্তব্য রাখেন বিএমএ ফেনীর সহ-সভাপতি ডা. কৃষ্ণ পদ সাহা, ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, ফেনী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা প্রমুখ। 

পরে ডা. সাজ্জাদ মিলনায়তনের নাম ফলক উদ্বোধন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন