|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীর ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মো. বাচ্চু মিয়া (৭৫) ও তাঁর বোন খুকি আকতার (৫৫)। তাঁরা ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার ১৭ জুলাই বিকেলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর গাইনবাড়ী নামক এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩৫) জানান, তাঁর বাবা ও ফুফু শুক্রবার সকালে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের বসন্ত পুর গ্রামে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তাঁর বাবা ও ফুফু মারা যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।