নীলা হত্যায় প্রধান আসামী মিজানুরের স্বীকারোক্তি

বৃহস্পতিবার সকালে সাত দিনের রিমান্ড শেষে মিজানুরকে আদালতে নেয়া হয়। সেখানে মিজানুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি

|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||

সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান সাত দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক নির্মল চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেন ।

পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে সাত দিনের রিমান্ড শেষে মিজানুরকে আদালতে নেয়া হয়। সেখানে মিজানুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২৫শে সেপ্টেম্বর শুক্রবার রাতে মিজানুরকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আটক করে পুলিশ। শনিবার তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য,  ২০শে সেপ্টেম্বর রাতে নীলা তার ভাইয়ের সঙ্গে রিকশায় চড়ে হাসপাতাল থেকে ফিরছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে মিজানুর সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় রিকশার গতিরোধ করে ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নেয় । এরপর দক্ষিণপাড়া মহল্লায় পরিত্যক্ত একটি কক্ষে নীলাকে নিয়ে সে ছুরিকাঘাত করে । এ সময় নীলার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মিজানুর পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নীলাকে  এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন