||সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়ক তামিম ইকবাল প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তামিমের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবরটি গুজব। মূলতঃ বড় ভাই নাফিস ইকবাল করোনাক্রান্ত হবার পর এবার আক্রান্ত হয়েছেন তামিম ইকবালের মা’সহ পরিবারের ৪ সদস্য।
শনিবার (২০ জুন) রাতে পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তামিম ইকবাল নিজেই নিশ্চিত করেছেন। তবে তামিম ইকবাল তার স্ত্রী ও ছেলে মেয়ে সুস্থ আছেন। তারা করোনায় আক্রান্ত হননি বলে স্পষ্ট জানিয়েছেন। যদিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
জানা গেছে, প্রথমে তামিম ইকবালে বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হন। এরপর করোনা টেস্ট করে জানা গেলো, নাফিসের স্ত্রী এবং দুই সন্তানসহ তার মা নুসরাত ইকবালের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
তবে তামিমের পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ থাকায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তারা। এছাড়া জ্বর ব্যতীত তাদের অন্য কোন উপসর্গ নেই।
বর্তমানে তারা চট্টগ্রামের কাজির দেউড়ির নিজ বাসায় আইসোলেশনে আছেন। সবাই সুস্থ আছেন এবং সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, দেশে প্রাণঘাতী করোনার তাণ্ডব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জনকে আর্থিক সহযোগিতা সহ নানাভাবে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবালের খান পরিবার।