।। সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ।।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থেকে কক্সবাজার অংশে নিয়মিত ছিনতাই করত তারা। ছিনতাই করে হাত পাকিয়ে সংঘবদ্ধভাবে তারা নামে ডাকাতিতে। চলতি নভেম্বর মাসের ৬ এবং ১২ তারিখ দুটি ডাকাতি তারা সফলভাবে সম্পন্নও করে। কিন্তু ২৬ নভেম্বর দিবাগত রাতে ডাকাতি করে আর পার পায়নি সঙ্ঘবদ্ধ এই ডাকাত দল। ডাকাতিতে ব্যবহৃত একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড ৭ দশমিক ৬২ এমএম রাইফেলের বুলেট ও একটি রামদা উদ্ধার করা হয়।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) চাদগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ডাকাত সরদার ইয়াহিয়া প্রকাশ জয়নালসহ ছয় ডাকাতকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২০টি মোবাইল সেট, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি হাতঘড়ি, ডাকাতিকৃত ২ হাজার ৫৮০ টাকা, ২৫৫ আরব আমিরাতের মুদ্রা, ৩০০ ওমানের মুদ্রা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-০৭এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান জুয়েল জানান, ডাকাতদল ২৬ নভেম্বর দিবাগত রাত দেড়টায় যাত্রীবেশে সৌদিয়া কোচ সার্ভিসে উঠে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় গিয়ে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেয়। এ সময় ডাকাতদের একজন গাড়ির চালকের আসনে বসেন এবং প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দেন। এসময় যাত্রীরা ডাকাতি কাজে বাধা দিলে ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে দুজন গুলিবিদ্ধ হন এবং বেশ কয়েকজন ছুরির আঘাতে আহত হন।
তিনি আরো বলেন, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী যাত্রী বেলাল এই ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করলে ওই মামলার তদন্তভার গ্রহণ করেন র্যাব। তদন্তে সাত ডাকাতের নাম উঠে আসে এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের ছয় জনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন ডাকাতের দল নেতা মোহাম্মদ ইয়াহিয়া প্রকাশ জয়নাল, সলিমুল্লাহ, সাবের আহমদ, আবুল কালাম, শাহ আমান এবং মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রামের পতেঙ্গায় অধিবাসী, জয়নাল ও সলিমুল্লাহ কক্সবাজার সদরের বাকি তিনজন চকরিয়ার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিদেশি মুদ্রা অবৈধভাবে নিজের কাছে রাখা এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে তাদেরকে কক্সবাজার সদর ও চকরিয়া থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে র্যাব-০৭এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩, চাদগাঁও) ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার, স্কোয়াড কমান্ডার মোঃ রকিবুল হাসানসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মামলার বাদী বেলালও ঘটনার বর্ণনা দেন গণমাধ্যমের সামনে।