|| সারাবেলা প্রতিবেদক, চট্টগ্রাম ||
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদসহ ১৪ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ৩৩১ টি নমুনা পরীক্ষায় চৌধুরী ফরিদসহ ৭ জন সাংবাদিক শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এদের মধ্যে দৈনিক পূর্বকোণের বার্তা বিভাগের ৬০ বছর বয়সী ২ জন সাংবাদিক, দৈনিক কর্ণফুলীতে কর্মরত ৪৫ বছর বয়সী ১ জন, সময় টেলিভিশন চট্টগ্রাম অফিসের ৩১ বছর বয়সী ১ জন সাংবাদিক এবং দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরোর ২৭ বছর বয়সী ১ জন আলোকচিত্রীর করোনা পজেটিভ পাওয়া যায়। এছাড়া নমুনা রির্পোট পজেটিভ পাওয়া ৪৭ বছর বয়সী ১ জন সাংবাদিকের পরিচয় জানা যায়নি।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।এদিকে চট্টগ্রামে কয়েকজন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র যৌথ উদ্যোগে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়।
১৯ মে থেকে প্রেস ক্লাবে সাংবাদিকদের করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়। ওইদিন এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
গত রোববার (২৪ মে) অন্যান্য সাংবাদিকের সঙ্গে পরীক্ষার জন্য নমুনা দেন চৌধুরী ফরিদও। মঙ্গলবার (২৬ মে) মধ্যরাতে চৌধুরী ফরিদ জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা পজিটিভ হবার সংবাদটি পান।
আজ বুধবার (২৭ মে) ভোর ৪ টায় নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের করোনা আক্রান্তের খবরটি জানান নিজেই। চৌধুরী ফরিদ তাঁর ফেসবুকে লিখেন, ‘পরম দয়ালু, অফুরন্ত রহমতের ভান্ডার মহান আল্লাহর উপর আস্তা, বিশ্বাস এবং ভরসা রেখে করোনাকে জয় করার সংগ্রাম শুরু করলাম ইনশাল্লাহ। আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, আমি এবং আমার স্ত্রী ও ৩ অবুঝ শিশু সন্তানের জন্য আপনারা হৃদয় থেকে দোয়া ও আশীর্বাদ করবেন। একই সাথে আমার অনেক সাংবাদিক বন্ধু আজ এ রোগে আক্রান্ত, তাদের জন্যও আপনারা দোয়া-আশীর্বাদ করবেন। করোনা ভাইরাস চট্টগ্রামে আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই সতর্ক ছিলাম। মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস সবসময় ছিল। এসব নিয়ে আমার অনেক সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা কত টিপ্পনীও দিয়েছে। তারপর মহান আল্লাহর ইচ্ছা এবং হুকুম এর বাইরে নয়।’