|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||
খাগড়াছড়িতে যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মো: শামীম (২৫) নামের এক মোটরসাইকেল চালক আরোহী নিহত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ দূর্ঘটনা ঘটে। সে খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার মাইসছড়ির বাসিন্দা আবেদ আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মোটর সাইকেল চালিয়ে মাইসছড়ি যাওয়ার পথে হোটেল গ্রীণ স্টার সংলগ্ন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছেলে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহি (চট্টগ্রাম-জ-১১-০২৮৭) বাস মূখোমূখি সংর্ঘষ হয়। এতে মোটর সাইকেল চালক শামীম ঘটনাস্থলে নিহত হয়।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানায়, নিহত শামীম খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত ও প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হবে বলে জানান।