১১ কেজি ওজনের মাছ শিকারে জরিমানা ১২ হাজার টাকা

|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রামের হাটাহাজারী উপজেলাধীন হালদা নদী থেকে অবৈধভাবে শিকার করা একটি মা মাছ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

শনিবার (১৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের মোয়াজ্জেম খান বাড়ি টেক এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ১১ কেজি ওজনের একটি মা মাছটি জব্দ করা হয়।
এ সময় মা মাছ শিকারের দায়ে ওই এলাকার মোহাম্মদ ইউনুস সোহেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাছটি পাঠিয়ে দেয়া হয় হালদা রিসার্চ ল্যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘রাতে হালদায় বড়শি দিয়ে মাছ শিকারের খবর পেয়ে  সকালেই বের হয়ে পড়ি। সাথে ছিলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহসান লাভু। গিয়ে দেখি ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর মোয়াজ্জেম খান বাড়ি টেক এলাকায় মোহাম্মদ ইউনুচ সোহেল তার দলবলসহ  হালদার পাড়ে বড়শি দিয়ে মাছ ধরছে। আমাদের দেখে মাছ শিকারিরা বড়শি ফেলে পালিয়ে যায়।’

স্থানীয় কৃষকরা জানান, একটু আগেই ১১ কেজি ওজনের একটা কাতল মাছ ধরা হয়েছে, সেই মাছ উদ্ধারে বেড়িয়ে পড়লাম স্পীডবোট নিয়ে, চেয়ারম্যানের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে জানলাম, মাছ বিক্রি হয়েছে ৬ হাজার টাকায়। যিনি কিনেছেন তার খোঁজ নিয়ে মাছ উদ্ধার করা হলো। এরপর আসামী ধরার পালা। অবশেষে চেয়ারম্যানের সহযোগিতায় মাছ শিকারী সোহেলকে ধরে ১২ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নেয়া হয় এবং স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় দেয়া হয়। আর মাছটি হালদা রিসার্চ ল্যাবে পাঠিয়ে দেয়া হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ইউএনও রুহুল আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন