|| সারাবেলা প্রতিনিধি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ||
বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিচ্ছিল স্বামী। বরাবরের মতো একই কাজ করতে অপারগতা জানায় স্ত্রী। এ নিয়ে হয় ঝগড়া। একপর্যায়ে স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে কাছে এসে মাকে জড়িয়ে ধরে ক্ষুধায় কাতর শিশু। ক্রুদ্ধ মায়ের রাগ-ক্ষোভ এলোপাথাড়ি চড়-বেত্রাঘাত হয়ে ঝরে পড়ে অবুঝ শিশুর উপর।
সারা শরীরের আঘাতের চিহ্ন নিয়ে শিশুটিকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় প্রতিবেশীরা। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার বয়স দেড় বা দুই বছর।
জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবুল কালাম মিন্টুর পুত্র মুহাম্মদ কামাল উদ্দিন (৩৫) সোমবার তার স্ত্রী সুমি আক্তার (২৬)কে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করে। সুমি আক্তার বারবার বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবেনা জানালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে কামাল উদ্দিন বাইরে চলে গেলে বুকের দুধ খেতে ক্ষুধার্ত শিশুটি মাকে জড়িয়ে ধরে। এ সময় সুমি আক্তার নিজের শিশু সন্তানকে এলোমেলোভাবে পেটানো শুরু করে।
মোহাম্মদপুর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ বদিউল আলম আজিজ বলেন, ‘প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঠুনকো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ও মারপিটের ঘটনা ঘটে। বহুবার আমি তাদের নিষেধ অনুরোধ করেছি। শিশুকে মারধরের বিষয়টি স্থানীয়দের কাছে শুনেছি। ঘটনা সত্য। শিশুর পিঠে প্রচন্ড মারধরের চিহ্ন দেখা যায়। অবুঝ শিশুকে মা কোনোদিন এভাবে মারতে পারেনা। শিশুর মায়ের মানসিক সমস্যা আছে কিনা দেখতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হানুল ইসলাম বলেন, ‘কোনো মা নিজের সন্তানকে এভাবে নির্যাতন করতে পারে, তা দেখিনি। শিশুটির চিকিৎসা চলছে।’
রাঙ্গুনিয়া থানা ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’