|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
করোনা দুর্যোগসময়ে যখন দেশের বিভিন্নস্থানে সরকারি খাদ্যসহায়তা চুরিতে অভিযুক্ত হচ্ছেন জনপ্রতিনিধিরা, সেইসময়ে স্বচ্ছতার সঙ্গে ত্রাণ পৌঁছানোর শপথ নিলেন লালমোহনের জনপ্রতিনিধিরা।
মঙ্গলবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে জনপ্রতিনিধিদের শপথ পড়ান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা শপথ নেন।
এসময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ বিতরণের ক্ষেত্রে যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি মানুষদেরকে দল বিবেচনা না করে ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতে হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।