সিনহা হত্যায় রিমান্ডে প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিত কারাগারে অন্য চার আসামী

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার করা ওসি প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আদেশ দিয়েছেন অন্য চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠাতে।

|| সারাবেলা প্রতিনিধি, কক্সবাজার ||

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার করা ওসি প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আদেশ দিয়েছেন অন্য চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠাতে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন রিমান্ড আবেদনের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মো. মোস্তফা বলেন, ‘মামলায় অভিযুক্তদের মধ্যে সাতজন আজ আদালতে আত্মসমর্পণের পর, র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত টেকনাফ থানার প্রত্যাহার করা ওসি প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আদালত আত্মসমর্পণ করা সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুনকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানান তিনি।

মামলার এজাহারভুক্ত অন্য দুই আসামি এসআই টুটুল ও কন্সটেবল মোস্তফা আদালতে আত্মসমর্পণ করেননি বলে জানিয়েছেন সরকারি আইনজীবী ফরিদুল আলম।

সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বুধবার সকালে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন।

এরআগে বৃহস্পতিবার বিকেল পৌণে ছয়টার দিকে কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ থানার প্রত্যহারকৃত ওসি প্রদীপ দাশসহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন শুনানি শেষে তাদেরকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বিকেল ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে প্রদীপ দাশকে ও বিকাল পৌনে ৪টার দিকে অপর ছয় জনকে আদালতে হাজির করা হয়।

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ থানার প্রত্যহারকৃত ওসি প্রদীপ দাশসহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন শুনানি শেষে তাদেরকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় কক্সবাজারের টেকনাফ উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন শুনানি শেষে ওসি প্রদীপ দাশসহ সাত আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বিকেল ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে প্রদীপ দাশকে ও বিকাল পৌনে ৪টার দিকে অপর ছয় জনকে আদালতে হাজির করা হয়।

টেকনাফের প্রত্যহার করা ওসি প্রদীপ দাশ ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন- বাহারছরা শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দলাল রক্ষিত, সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন।

১৪ thoughts on “সিনহা হত্যায় রিমান্ডে প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিত কারাগারে অন্য চার আসামী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন