সিনহা খুনের কারণ জানতে অনুষ্ঠিত হলো গণশুনানী

এতে ঘটনার দিন বিকেল থেকে হত্যার সময় পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বিবরণ জানাতে গণশুনানীতে আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন, নূরুল আমিন, সাইফুল আবছার, আনছারুল আলম, জাকির হোসেন, রশিদ আহমদ, মোঃ আমিন, আব্দুল হামিদ, মো. আলী, সরোয়ার আলমসহ ১১জন প্রত্যক্ষদর্শী তাদের সাক্ষ্য বা বয়ান দেন।

|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া মেরিনড্রাইভে চেকপোস্ট পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানীতে সাক্ষ্য বা বয়ান জানানোর উপস্থিত হন ১১জন প্রত্যক্ষদর্শী। এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভুক্তভোগি ও উৎসক মানুষ ভিড় করে।

বিশেষ নিরাপত্তায় ১৬ই আগস্ট রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মনোনিত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের লে. কর্ণেল সাজ্জাদ, চট্টগ্রামের ডিআইজি মনোনিত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাজাহান আলীর সমন্বিত নেতৃত্বে টেকনাফ বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিসে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে ঘটনার দিন বিকেল থেকে হত্যার সময় পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বিবরণ জানাতে গণশুনানীতে আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন, নূরুল আমিন, সাইফুল আবছার, আনছারুল আলম, জাকির হোসেন, রশিদ আহমদ, মোঃ আমিন, আব্দুল হামিদ, মো. আলী, সরোয়ার আলমসহ ১১জন প্রত্যক্ষদর্শী তাদের সাক্ষ্য বা বয়ান দেন।

এসময় পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ষড়যন্ত্রমূলক নির্যাতন, হয়রানি এবং অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভূক্তভোগী শত শত মানুষ গণশুনানী অনুষ্ঠান স্থলে ভিড় জমায়।

তদন্ত প্রতিনিধি দল সাক্ষ্য গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের জানান, তদন্ত কমিটি গঠিত হওয়ার পর থেকে ৩ বার সংশ্লিষ্টদের সমন্বয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাক্ষ্য দিতে উপস্থিত ১১জনের মধ্যে ৯জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং অন্য ২ জনকে পরোক্ষ স্বাক্ষী রাখা হয়েছে। আগামী ২৩শে আগষ্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ৩১শে জুলাই বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভে পুলিশের চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। যা নিয়ে দেশ বিদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা জানার নির্দেশনা দেন।

এরই প্রেক্ষিতে এই গণশুনানী অনুষ্ঠিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন