|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে দক্ষিন খানে বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফারহানা আক্তার (১৭) নামের এক কিশোরীর লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আরও পড়ুনঃ
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
ফারহানা লক্ষ্মীয়ারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী ও কুয়েত প্রবাসী মাহবুবুল হকের মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে তৃতীয়।
ফেনী সদর মডেল থানার এসআই আশরাফ উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।