লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন রাসেল (৪৫) ও হাফিজ (৩৫) নামের দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে লালমোহন বাজার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটক রাসেল চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং হাফিজ চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ড এলাকার আহমদ উল্যাহর ছেলে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর বাজারের চৌরাস্তা এলাকা থেকে রাসেল ও হাফিজ কে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০৮পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।