লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে করোনায় কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে হাজি মোঃ অলিউল্যাহ মাষ্টার মেমোরিয়াল ট্রাষ্ট।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালমা ৫নং ওয়ার্ডে ট্র্রাস্টের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সাগর বিশ্বাসের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে এসব সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ অন্যান্যরা।