|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় বান্দরবানের লামা উপজেলায় এম ডি রোকন উদ্দিন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য।
রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মফিজ বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবিকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করেন এম ডি রোকন উদ্দিন। পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করার অভিযোগে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।