|| সারাবেলা প্রতিনিধি, লক্ষীপুর ||
লক্ষ্মীপুরের মেঘনাসহ সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং, মৎস্য বিভাগের সকল কার্যক্রমে জেলে সংগঠনের অন্তভুর্ক্ত করা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জলদস্যু ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা,নিবন্ধিত প্রত্যেক জেলের নামে মৎস্য বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকার জীবন বীমা চালুসহ ৬ দফার দাবীতে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজ রোববার (০৬ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ও পরে স্মারকলিপি পেশ করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা শাখার সভাপতি আবদুল খালেক মাঝি, সাধারণ সম্পাদক আবদুল হাসিম, সহ সভাপতি আহম্মদ উল্যা মাঝি, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মাঝি, মাহমুদ উল্যা মাঝি, অজি উল্যা প্রমুখ।
এসময় বক্তারা তাদের দাবী গুলো মেনে নেওয়ার সরকারের নিকট জোর দাবী জানান। এসময় জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।