|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
ভারতের সেয়াম ইনষ্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম ধাপে ৬০ হাজার ডোজ পেয়েছে লক্ষ্মীপুর।
রোববার ৭ই ফেব্রুয়ারী সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিক টিকা নিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, সির্ভিল সার্জন ডা: আবদুল গফফার, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা; আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো; নিজাম উদ্দিন, ডা: জাকির হোসেন, ডা: রত্নদ্বীপ পাল প্রমুখ।
এসময় সির্ভিল সার্জন ডা: আবদুল গফফার এ প্রতিনিধি কে জানান, ১ম পর্যায়ে লক্ষ্মীপুর ৬০ হাজার টিকা গেছে। ১ম দিনে টিকার নেওয়ার জন্য ২২৭৩ জন আবেদন করেছে।
আমরা তাদের ইতিমধ্যে এসএমএস মাধ্যমে টিকা গ্রহনের জন্য আমন্ত্রন জানিয়েছি।
সদর হাসপাতালের সামনে স্বাস্থ্য ও রেড ক্রিসেন্ট কর্মীদের টিকা দেওয়ার প্রস্তত রাখা হয়েছে। ইতিমধ্যে টিকাদান কর্মীদের প্রশিক্ষন ও প্রদান করা হয়েছে। মোট ২১ টি বুথ তৈরি করা হয়েছে। যাতে করে স্বল্প সময়ে রেজিষ্ট্রেশন কাজ শেষ করে টিকা নিতে পারে।
যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেননি। তাদের জন্য রেজিষ্ট্রেশন ব্যবস্থা করা হয়েছে টিকা কেন্দ্রে।