|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তিতাঁহাজরা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ৫০ পিছ ইয়াবাসহ মো: আলাউদ্দিন (২৯) নামে একজনকে আটক করে।
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
পরে তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশের সহযোগীতায় শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।