লকডাউন করা হলো চট্টগ্রামের হাটহাজারী

|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম ||

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে লকডাউন করা হলো চট্টগ্রামের হাটহাজারী উপজেলা। সোমবার ভোর ৬টা থেকে এই ঘোষনা কার্যকর হবে। এতথ্য সংবাদ সারাবেলাকে নিশ্চিত করেছেন হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

রোববার ১৯শে এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ইউএনও’র সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ২০শে এপ্রিল সকাল ৬টা থেকে এ উপজেলায় লকডাউন কার্যকর হবে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষে হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা থেকে সড়ক, নৌ বা অন্য কোনো পথে কোনো মানুষ বা যানবাহন বের হতে পারবে না। অন্য কোনো উপজেলা থেকে আসতেও পারবে না। পাশাপাশি সব ধরণের যানবাহন ও জনসমাগম বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।’

তবে লকডাউনের সময় বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, ব্যাংকিংসহ জরুরি পরিসেবায়, চিকিৎসা ও ওষুধ সরবরাহ, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পরিবহন এবং কৃষিপণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য এই নির্দেশনা শিথিল থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে করোনা ঝুঁকি থাকায় চট্টগ্রামের তিনটি উপজলো সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববারের করোনা টেস্ট ফলাফল প্রকাশ হওয়ার শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরে ২১ জনসহ বিভিন্ন উপজেলা মিলে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন সীতাকুণ্ডের ও একজন মিরসরাইয়ের বাসিন্দা। এছাড়া উপজেলা পর্যায়ে সাতকানিয়ায় ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন