|| অনলাইন প্রতিনিধি ,টেকনাফ (কক্সবাজার) ||
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে। এতে ৩ র্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় উক্ত স্থান থেকে ২ টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার ২৯ মে দুপুরে কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর রাতের দিকে টেকনাফের গ্রহীন পাহাড়ে লুকিয়ে থাকা রোহিঙ্গা ডাকাত জাকির বাহিনী গ্রুপের এক সদস্য টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে র্যাবেরর একটি টিম উক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে তার সহযোগীরারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে ডাকাত দল গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ২টি অস্ত্র ও ৬টি গুলিসহ উপজেলার সাবরাং ইউনিয়েনর আচর বনিয়া এলাকার আবদুল মতলবের পুত্র ইসহাক (৩২) এর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার ইসহাককে মৃত ঘোষনা করেন। এতে র্যাবের তিন সদস্যও আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
আহত র্যাবের ৩ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং নিহত ডাকাত সদস্যের লাশ পোস্টমর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। নিহত ইসহাক টেকনাফের সাবারাংয়ের বাসিন্দা হলেও সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সাথে কাজ করে গোপনে তথ্য পাচার করে আসছিল বলে স্থানীয়রা দাবী করেন।
সসা/এসএইচ/এসএম