|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
আর্ন্তজাতিক সেবা সংগঠন রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের উদ্যোগে ফেনীতে শুরু হয়েছে গাছ লাগানোর কার্যক্রম। গেল বৃহস্পতিবার ৩০শে জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
ক্লাবের প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান জাহাঙ্গীর আলম রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোছাম্মৎ: সুমনি আক্তার ও রোটাির ক্লাবের লেফটেনান্ট গভর্নর ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।
রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি ফরিদ আহাম্মদ ভূঁঞার সার্বিক তত্ত্বাবধানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের এডিশনাল লেফটেনান্ট গর্ভনর ইকবাল আলম, এসিস্ট্যান্ট গর্ভনর শাহিন হায়দার, গর্ভনর স্পেশাল এইড আবদুল আউয়াল সবুজ, ডেপুটি গর্ভনর সাইদুল মিল্লাত মুক্তা, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট অমল ক্লান্তি বিশ্বাস, সেক্রেটারি কেফায়েত উল্যাহ, রোটারিয়ান সাইফুল ইসলাম ও রোটারিয়ান মো. আবদুল মোতালেব শাহীনসহ সাংবাদিক ও অন্যান্য রোটারিয়ানবৃন্দ এবং কর্মকর্তারা।
উদ্বোধনশেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নানা প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।