মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে নুরল আলম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) ||

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে নুরল আলম (৫০) নামের  এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরল আলম মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের মৃত আহমেদ রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৯টার সময় সদরের ফুটওভার ব্রিজ সংলগ্নে চট্টগ্রাম গামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল টিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশটি থানায় এনে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করি।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন