|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
সাগর দিয়ে চোরাই পথে মালয়েশিয়ায় গিয়ে তিনমাস আগে মারা যান টেকনাফের যুবক আরিফ উল্লাহ। বৃহস্পতিবার আরিফের মৃতদেহ তার গ্রামের বাড়ি টেকনাফের বাহারছড়ার পশ্চিম শামলাপুরে পৌঁছয়। বাদ আসর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। আরিফ পশ্চিম শামলাপুরের সৈয়দ আলমের ছেলে।
আরিফ চলতি বছরের মে মাসের শেষের দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের ভাড়াবাসায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান। ২২ বছর বয়সী আরিফ পরিবারের ৬ ভাইবোনের মধ্যে বড়। বাবার অর্থ দারিদ্র কাটাতে দালালের হাত ধরে ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান।
করোনাভাইরাসের কারণে বিমান ও যানবাহন যোগাযোগ বন্ধ থাকায় এবং পারিবারিক অর্থসংকটের কারণে আরিফের মৃতদেহ বাড়িতে আনতে দেরি হয়। পরে স্থানীয়দের সহায়তায় গত ১৯শে আগষ্ট সকালে একটি বিশেষ ফ্লাইটে আরিফের মৃতদেহ দেশে আনা হয়। যাবতীয় প্রশাসনিক কাজ শেষে ২০শে আগষ্ট বিকাল ৪ টার দিকে তার মৃতদেহ টেকনাফে এসে পৌঁছয়।
প্রবাসী এই যুবকের মৃত্যুতে পরিবার, এলাকায় এবং প্রবাসী সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।