রানা দাশ, চট্রগ্রাম থেকে
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের এমন ক্রান্তি লগ্নে গরীব দিনমজুর খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের সহযোগীতায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট একাধিক প্রতিষ্ঠান ছাড়াও অনেকে ব্যক্তি উদ্দ্যেগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নিম্নবিত্তদের।
এদিকে লকডাউনের দিন যতই বাড়ানো হচ্ছে সবচেয়ে ততই বেশি বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন সরকারি বেসরকারি অফিস কারখানা বন্ধ থাকায় মধ্যবিত্ত অনেকের ঘরে যা জমাছিল তা ফুরিয়ে এসেছে।
লোকলজ্জ্বার ভয়ে থাকা গৃহবন্দি এসব মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।
সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, যারা সরকারী বেসরকারী চাকুরি করেন তারাই বেশিরভাগ মধ্যবিত্ত। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান (আয়ের উৎস) সব বন্ধ থাকায় অনেকটা নিরুপায় হয়ে পড়েছে অধিকাংশই পরিবার। না পারছে সহ্য করতে আবার লোকলজ্জ্বার ভয়ে বলতেও পারছেনা কাউকে।
তাই তাদের কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এক্ষেত্রে যারা ত্রাণ নিচ্ছে বা নিবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ।
সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।
নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন।
ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪
এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১
ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।
পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ওসি আরো বলেন, কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আস্থা রাখুন পুলিশে।
প্রচ্ছদ » খেলা সারাবেলা » মধ্যবিত্তদের পাশে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ