ভোলায় ১৩ দিনের মধ্যে সুস্থ্য হয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বাবা-মেয়েসহ ৩ জন। আজ সোমবার দুপুরে এই ৩ জনকে ভোলার স্বাস্থ্য বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ করতালির মধ্যদিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং লক ডাউনে থাকা ৪৫টি বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় ভোলা পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আল মামুন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহে আলম উপস্থিত ছিলেন।
গত ২৮ এপ্রিল ভোলা পৌর এলাকার বিএভিএস রোডের বাসিন্দা মুজাহিদুর রহমান ও তার মেয়ে সানজিদা খানম মিম এবং ইলিশ এলাকার অপর এক ব্যক্তি করোনা সনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলশনে থেকে তারা সবাই সুস্থ্য হয়ে উঠেন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।