|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
দ্বীপজেলা ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ছয় জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১ জনে। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৮১ জন। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন অফিস সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জনের নেগেটিভ ও ৬ জনের পজেটিভ আসে। পজেটিভ রোগীদের সবার বাড়ি সদর উপজেলায়।
অন্যদিকে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয় জন। এদের মধ্যে সদরে দুই জন, লালমোহনে দুই জন ও চরফ্যাশনে দুই জন।
ভোলা সদর হাসপাতালের চিফ টেকনোলজিস্ট মো. মিজানুর রহমান জানান, ভোলা জেলার সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪৭২ টি। এদের মধ্যে ৫৪১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। সুস্থ হয়েছেন ৩৮১ জন। চিকিৎসা নিচ্ছেন ১৫৪ জন। আর আইসোলেশনে রয়েছেন ৩ জন। বাকীরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।