ভোলায় ঈদসহায়তা পেলেন দুই হাজার ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত

|| অনলাইন প্রতিনিধি, সদর (ভোলা) ||

ঈদসহায়তা পেলেন ভোলা সদর উপজেলার এক হাজার ৮৪১ জন ইমাম, মুয়াজ্জিন ও এক’শ পুরহিত। স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগ থেকে এসব ঈদসহায়তা দেওয়া হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয় ত্রাণসহায়তাও দেওয়া হয়ে এসব দুর্গত মানুষকে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঈদসহায়তা দেওয়ার আয়োজনের উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

এসময় তিনি বলেন, ‘আমরা যে ত্রাণ দিচ্ছি এ টা কোনো দলীয় ত্রাণ না। যারা দিন আনে দিন খায়, বিশেষ করে অনেক শ্রমিক আছে যাদের কাজ নেই তাদের ঘরে এ ত্রাণ পৌছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং তিনি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো যদি যথাযথভাবে পালন করি ইনশাআল্লাহ আমাদের কোন সমস্যা হবে না। প্রধানমন্ত্রী এতো পরিমানে ত্রাণ ও অর্থ সহায়তা দিয়েছেন অতীতে কোনদিন কেউ দেয়নি। গত দুইমাস আমরা জনপ্রতিনিধিরা মানুষের পাশে থেকে এ ত্রাণ বিতরণ করেছি।’

এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন