|| অনলাইন প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||
কুমিল্লার চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মধ্যম চান্দিশকরা এলাকার অনেকটা জুড়ে খানা খন্দকে দুর্ভোগের শেষ নেই মানুষের। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও তেমন কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
চৌদ্দগ্রাম-লাকসাম সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। সড়কের মধ্যম চান্দিশকরা দ্বোতলা মসজিদের পশ্চিম পাশে বিশাল অংশজুড়ে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। নিস্কাশনের ব্যবস্থা না থাকায় মালবাহী ট্রাক আটকে যাওয়াসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া মরকটা ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠেও সামান্য বৃষ্টিতে জমে হাঁটু পরিমাণ পানি। এতে মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দুরাবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা চাইছেন এলাকার মানুষ।