।। সারাবেলা প্রতিনিধি, কসবা ।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযুদ্ধা মো. জাহের উদ্দিন ওরফে জাহের মোল্লা (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।
শনিবার দিবাগত রাত ১.২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
রোববার (২৬ জুলাই) বাদ আছর চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানের নেতৃত্বে কসবা থানার একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. জাহের উদ্দিনকে গার্ড অব অনার প্রদর্শন করেন। উপজেলার বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল হকসহ মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধারাও গার্ড অব অনারে অংশ নেন।
এসময় বিনাউটি ইউপির চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মো. মঞ্জুর আলম, প্রফেসর গোলাম মস্তুফা সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থতি ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মো. জাহের উদ্দিনের লাশ দাফন করা হয়।