বান্দরবানে যুবতীকে গণধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ । রোববার ১৮ই অক্টোবর দুপুরে ওই যুবতী বান্দরবান সদর থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

বান্দরবানে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ । রোববার ১৮ই অক্টোবর দুপুরে ওই যুবতী  বান্দরবান সদর থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

অভিযুক্তরা হলেন, বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মীর আহম্মদের ছেলে রফিক (২৫), মৃত হেলাল মিয়ার ছেলে জিহাদ (১৮) এবং জয়নাল (৩০)।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাতে এক যুবতীকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয় স্থানীয় যুবক জয়নাল । পরে ওই যুবতী ও জয়নাল পাহাড়ের পাদদেশে কথা বলার এক পর্যায়ে সেখানে হাজির হয় আরও রফিক ও জিহাদ। পরে তারা ওই যুবতীকে বিভিন্নভাবে নাজেহাল করে গণধর্ষণ করে  ভিডিও ধারণ করে রাখে।

ঘটনাটি কাউকে জানানো হলে ধারণকরা ভিডিওটি সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই তিন যুবক ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছি।  তবে পলাতক জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, ভিকটিম বাদী হয়ে এই বিষয়ে একটি গণধর্ষণ ও একটি পর্ণোগ্রাফি মামলা দায়ের করেছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন