|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে মধু পূর্ণিমা।
বৃহস্পতিবার সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বান্দরবানে বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে। শত শত নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষুদের মধু, ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এরপর বিকালে পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জালনসহ নানা কর্মসূচি রয়েছে।
বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করে। বিষয়টি দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে গৌতম বুদ্ধকে দানে মগ্ন হয়। এ ঘটনা স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।
বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকে ভাদ্র পূর্ণিমা বলে থাকে।