বান্দরবানে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

নিহতের স্ত্রী এ ওয়ানপ্রু জানান, অস্ত্র হাতে দু’জন ব্যক্তি দোকানে ঢুকে তার স্বামীকে গুলি করে হত্যা করে চলে যায় । বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পাহাড়ের একদল দূর্বৃত্তকারী তাকে গুলি করে হত্যা করেছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

জেলা শহরের জামছড়িতে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন পল্লী চিকিৎসক বাচমং। ৪৬ বছর বয়সী বাচমং জামছড়ি বাজারের মৃত চ ক্রোয়াইয়ের ছেলে । শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ দোকানেই ছিলেন বাচমং। এ সময় মুখোশ পরা দুজন ব্যক্তি অস্ত্র নিয়ে দোকানে ঢুকে তাকে গুলি করে চলে যায় । দোকানেই মারা যান চিকিৎসক বাচমং। দূর্বৃত্তরা চলে যাওয়ার সময় বাচমংয়ের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায় বলে জানান স্থানীয়রা ।

পল্লী চিকিৎসক বাচমং এক সময়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাঁচ বছর আগে জেএসএস’র রাজনীতি ছেড়ে যোগ দেন বিএনপি’র রাজনীতিতে । তবে তিনি এখন কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে জানান স্থানীয়রা ।

নিহতের স্ত্রী এ ওয়ানপ্রু জানান, অস্ত্র হাতে দু’জন ব্যক্তি দোকানে ঢুকে তার স্বামীকে গুলি করে হত্যা করে চলে যায় । বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পাহাড়ের একদল দূর্বৃত্তকারী তাকে গুলি করে হত্যা করেছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন