ফেনী থেকে চট্টগ্রাম আলাদা ট্রেন চালু হবেঃ রেলমন্ত্রী

ঢাকার চেয়ে চট্টগ্রামের সাথে ফেনীর মানুষের যোগাযোগ বেশি। তাই ফেনী থেকে চট্টগ্রাম চলাচলের আলাদা ট্রেন চালুর ব্যবস্থা করবো। রেলকে নিয়মের মধ্যে আনার কাজ চলছে। টিকেট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে ঢুকতে না পারে সেই প্রক্রিয়া চলছে।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রেনে করে চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী স্টেশনে যাত্রা বিরতি নেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ঢাকার চেয়ে চট্টগ্রামের সাথে ফেনীর মানুষের যোগাযোগ বেশি। তাই ফেনী থেকে চট্টগ্রাম চলাচলের আলাদা ট্রেন চালুর ব্যবস্থা করবো। রেলকে নিয়মের মধ্যে আনার কাজ চলছে। টিকেট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে ঢুকতে না পারে সেই প্রক্রিয়া চলছে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, জেনারেটরের প্রয়োজনীয়তা পরীক্ষা-নিরীক্ষা করে এটি স্থাপন করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, স্টেশন মাষ্টার মো: মাহবুবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন