|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
মেয়েটি সবে নবম শ্রেণীতে পড়ছে। এরই মধ্যে তার বিয়ে ঠিক করে তার পরিবার। বিয়ের যাবতীয় আয়োজনও চলছিল। এরই মধ্যে বিষয়টি জানতে পেরে বিয়ের দিন ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত। বন্ধ হয়ে যায় বিয়ের কার্যক্রম।
বুধবার ২২শে জুলাই সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুরে কোরবান আলী হাফেজ বাড়ীতে মেয়েটির বিয়ের আয়োজন চলছে জানতে পেরে সেখানে গিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) নাসরিন আকতার।
মালয়েশিয়া প্রবাসী বেলায়েত হোসেনের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সঙ্গে পাশের গ্রামের যুবক আলাউদ্দিনের বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়ে বন্ধসহ মেয়ের পরিবারকে ৩ হাজার টাকা জরিমানাসহ ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার জন্য পরিবারের কাছ থেকে অঙ্গিকার নামা নেন ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে ছেলের বাড়ী গিয়ে অপ্রাপ্ত বয়স্ক কোন মেয়েকে বিয়ে না করার জন্য সতর্ক করে দেন হাকিম নাসরিন আকতার।
এসময় চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, চর মজলিশপুর ইউপির ৮নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান সাজু ও পুলিশ সদস্যরা নাসরিন আকতারের সঙ্গে ছিলেন।