ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে মো. ইমরান হোসেন (১৩) ও মো. শাকিব (১২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু এবং মো. নাহিদ (১১) নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে  উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোবারক আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন ওই বাড়ির আবদুল গোফরানের ছেলে ও তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র। শাকিব একই বাড়ির জয়নাল আবেদীনের ছেলে এবং একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্র। আহত নাহিদ একই বাড়ির জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির বাগানে শিশুরা একত্রিত হয়ে খেলা করছিল। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ও এক শিশু মারাত্মক আহত হয়। আহত শিশুকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিশুর হতাহতের ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন